আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.Top সাইটে
Welcome
.May 31, 2017

তৈরি করুন javascript Random image লিংক



এখন আপনি যেকোনো এড ব্যানার এর মতো আপনিও নিজেই এড পিকচার বানিয়ে এড বসাতে পারবেন, যেটা এড সো এর মতই browser রিফ্রেশ করলে প্রতিবার আলাদা আলাদা পিকচার আসবে, এবং আপনি সেই একাকটা পিকচারে একাক রকম নিদিষ্ট লিংক দিতে পারবেন।

আপনি নিচের javascript কোডটাতে মোট ৬ টা ছবি এবং ৬ টা লিংক দিতে পারবেন। এবং এই কোডটি আপনার ওয়েবসাইটে পেস্ট করলে সেটা এড সো এর মতো দেখাবে, এবং প্রতিবার browser রিফ্রেশ করলে প্রতিবার আলাদা আলাদা ছবি এবং সেই ছবি অনুযায়ী আলাদা লিংক আসবে।

তো নিচ থেকে কোডটি কপি করে নিন



এই কোডটিতে আপনি আপনার ইচ্ছা মতো ইডিট করে ইমেজ লিংক + সাইট লিংক দিয়ে সেভ করতে পারবেন।

বিঃদ্রঃ দয়া করে সুদু লিংক গুলা চেন্জ করবেন, বেসি হুজ্জুতি করে বাকি কোড গুলা ইডিট করবেন না, নাতো কোডটি একেবারে নষ্ট হয়ে জাবে, এবং কাজ করবে না।

ধন্যবাদ।

খোদা হাফেজ।