আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.pw সাইটে
Welcome To Abc24.GA
.May 31, 2017

ফেসবুক আইডির লিংক নেম চেন্জ করুন খুব সহজেই




অনেক এর ই দেখাজাই নতুন ফেসবুক আইডি তৈরি করার সময় তার প্রফাইল নেম অনুযায়ী লিংক এর নেমটাউ অনেক বড় হয়ে জাই।

যেমন আপনি যদি নতুন আইডি তৈরি করতে গিয়ে আপনার নাম দেন Asikur Rahman তাহলে আপনার আইডি লিংকটা হবে এই রকম → http://www.facebook.com/asikurrahman90226

আর লিংক নেম যদি এত্তো বড় হয়ে জাই, তাহলে পরবর্তীতে আপনি আপনার বন্ধুদেরকে আপনাকে রিকুয়েস্ট পাঠানোর জন্য লিংকটা দিতে গেলে তা লিখতে অনেক কষ্ট এবং অসুবিদা হবে।

তাই এই সমস্যা সমাধান করার জন্য আমি আপনাদেরকে একটা ট্রিক দিছি, জা দিয়ে আপনি আপনার লিংক নেম ৬ অক্ষরের মধ্যে তৈরি করতে পারবেন।

তো চলুন শুরু করি কিভাবে আইডি লিংক নেম ছোট করবেন।

প্রথমে এখানে জান → http://web.facebook.com/username

তারপর দেখুন লিখা আছে ↓
Your public username is the same as your Timeline
address:
facebook.com/asikurrahman90226

এডড্রেশ এর নিচে দেখুন Username লিখা, এবং তার পাশে আপনার আগের লিংক নেম লিখা আছে।
তো সেই নেমটা কেটে দিয়ে আপনার ইচ্ছা মতো ৬ অক্ষরের বেশি খুব সহজ নেম লেখুন।

ফেসবুক লোডিং নিয়ে দেখবে সেটা Available আছে কিনা, যদি Available থাকে তাহলে টিক চিন্হ দেখাবে।

লিখা সেস হয়ে গেলে Save Changes এ ক্লিক করুন। তারপর দেখবেন আপনার আইডি লিংক চেন্জ হয়ে গেছে।

যেমন আমি facebook.com/asikurrahman90226
থেকে নেম সর্ট করেছি এটা facebook.com/arbd27

ধন্যবাদ,
খোদা হাফেজ।