Buy this theme? Call now 01710441771
Welcome To Abc24.GA
.Apr 27, 2019

ছেলেকে দেয়া একজন বাবার কিছু উপদেশ।

১) কখনও কাউকে ছোট করে দেখবা না, নইলে তুমি ছোট হয়ে যাবে।

২) জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিয়ো না এবং জুতো কিনতে গেলে নিজেই ট্রাইল দিয়ো।

৩) কখনো কাজের লোককে কামলা, বুয়া বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই/ বোন/ মা/ বাবা। তাদের ভাই/আপা বলে ডেকো।

৪) পড়াশুনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারও ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫) কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়ো না, সে লজ্জা পেতে পারে।।

৬) সবসময় দেয়ার চেষ্টা করবা। মনে রাখবা প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে।

৭) এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮) ছেলে হয়ে জন্মাইছো, দায়িত্ব এড়িয়ে যেয়ো না।

৯) তোমার কি আছে তা তোমার গায়ে লিখা নেই, কিন্তু তোমার ব্যবহারে আছে।

১০) কখনও মা'কে শুনে বউকে এবং বউকে শুনে মা'কে বিচারের কাঠগড়ায় দাড় করাইয়ো না। কাউকেই ফেলতে পারবে না।।

১১) যখন রাস্তায় হাটবে সাহায্য করার মনমানসিকতা নিয়ে হাটবে, কেউ পড়ে গেলো কি না।

১২) কারও বাসায় নিমন্ত্রণ খেতে গেলেও বাসায় এক মুঠো ভাত খেয়ে যাবে।। যাতে কারও বাড়ির ভাতের অপেক্ষায় না থাকতে হয়।

১৩) কারও বাসার খাবার নিয়ে সমালোচনা করবে না, কেও খাবার অস্বাদ করার চেষ্টা করেনা।

১৪) বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে

১৫) বড় হবার নয়, মানুষ হবার চেষ্টা করবা। তবেই বড় হবা

১৬) শ্বশুড় কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিয়ো যাতে তার মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৭) বাইক কখনও জোড়ে চালিও না, তাতে তোমার কলিজার কাপুনি বেড়ে যেতে না পারে রাস্তার পাশে থাকা মানুষটার কাপুনি বেড়ে যেতে পারে।