পিঁপড়া থেকে মুক্তির ঘরোয়া উপায়
পিঁপড়া থেকে মুক্তি পেতে চান? রান্নাঘরে
কিংবা বিছানায়, সব জায়গাতেই পিঁপড়ার উৎপাত। পিঁপড়ার
ওষুধ বিষাক্ত, তাই ঘরে পিঁপড়ার ওষুধ ছিটাতেও
দ্বিধা বোধ করছেন। তাহলে উপায়? ঘরোয়া
উপাদানেই মুক্তি পেতে পারেন পিঁপড়ার
বিরক্তিকর সমস্যা থেকে। জেনে নিন সহজ
সেই উপায়গুলো।
শসার খোসা
শসা সবজিটি খুবই অপছন্দ করে পিঁপড়া। তাই যেই
স্থানে শসার খোসা থাকে, সেখানে চলাচল
করে না পিঁপড়া। তাই শসা খাওয়ার সময় খোসা না
ফেলে যেই স্থানে পিঁপড়ার উপদ্রব বেশি
সেখানে রেখে দিন। তবে প্রতিদিনের বাসি
খোসা ফেলে নতুন খোসা দিতে হবে। তিতা
শসার ক্ষেত্রে বেশি কার্যকর ফল পাওয়া যায়।
লেবুর রস
লেবুর রস ছেকে নিয়ে একটি স্প্রে
বোতলে ভরে নিন। এবার দরজা, জানালা এবং
যেখানে পিঁপড়ার চলাচল বেশি সেইসব স্থানে
স্প্রে করে দিন। লেবুর এসিডিক উপাদান এবং
ঘ্রাণ পিঁপড়া দূর করবে।
ভিনেগার
ঘরে পিঁপড়ার উপদ্রব থেকে রেহাই পেতে
ভিনেগার খুবই প্রয়োজনীয় উপাদান। প্রতিদিন
ঘর মোছার সময় পানিতে সামান্য ভিনেগার
মিশিয়ে নিন। এতে ঘরের মেঝে ঝকঝকে
থাকার পাশাপাশি পিঁপড়ার আনাগোনাও বন্ধ হয়ে
যাবে।
লাল মরিচের গুড়া
লাল মরিচের গুড়া পিঁপড়া প্রতিরোধে
কার্যকরী একটি উপাদান। ঘরে পিঁপড়ার গতিবিধি
লক্ষ্য করুন প্রথমে। যেসব স্থান দিয়ে পিঁপড়া
ঘরে ঢোকে এবং চলাচল করে, সেসব
স্থানে লাল মরিচের গুড়া ছিটিয়ে দিন।
কিছুক্ষণের মধ্যেই পিঁপড়া দূর হয়ে যাবে।
ফেমিনা।
দারুচিনি এবং লবঙ্গ
ঘরের যেই স্থানে পিঁপড়ার উপদ্রব বেশি
সেখানে দারুচিনি এবং লবঙ্গ গুড়ো করে
ছিটিয়ে রাখুন। দারচিনি এবং লবঙ্গের ঝাঁঝালো
গন্ধে পিঁপড়ার উপদ্রব কমে যাবে।
|