Mozila Firefox Browser এর Default সেটিং হচ্ছে MP3 ফাইলের ডাউনলোড লিংকে সরাসরি ক্লিক করলে তা ডাউনলোড হয় না। বরং ডাউনলোড না হয়ে সেই MP3 ফাইলটা ব্রাউজার এর মধ্যেই play হয়ে যাই। এটা অতিরিক্ত বিরক্তিকর, কারন কষ্ট করে আপনি একটা আপনার পছন্দের গানের ডাউনলোড লিংকে Google থেকে খুজে বের করলেন তা ডাউনলোড করার জন্য, কিন্তু সেই গানের ডাউনলোড লিংকে ক্লিক করে দেখছেন যে সেটা ডাউনলোড না হয়ে সরাসরি Play হচ্ছে, এবং MP3 ফাইলটি প্লে থাকা অবস্তাই সেটা কোনো ভাবেই আপনি ডাউনলোড করতে পারবেন না।
তো আজ আমি দেখাবো MP3 ফাইলটা AUTO PLAY না হয়েই ডাউনলোড লিংক টাতে ক্লিক করলেই তা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো নিচের স্টেপ গুলা ফলো করুন।
১। Mozila Firefox Browser এ ঢুকুন।
২। তারপর Mozila Firefox Browser এর Addres বার এ
৩। এর পর নিচের Search Box এ
৪। এখানে দেখবেন
এইতো আপনার কাজ সেস। এখন কোনো MP3 ফাইল এর ডাউনলোড লিংকে ক্লিক করে দেখেন, সেটা সরাসরি play না হয়ে সরাসরি ডাউনলোড হবে।