আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.pw সাইটে
Welcome To Abc24.GA
.Mar 18, 2018

আপনার সাইটের লিংক ফেসবুক থেকে যেভাবে আনব্লক করবেন দেখে নিন ।

আসসালামু আলাইকুম ।
আমি আশিকুর আজ আপনাদের সাথে একটি প্রয়োজনীয় টিপস শেয়ার করতে যাচ্ছি। আজ কাল অনেকে ফেসবুকে সাইট লিংক আনব্লক করার জন্য 50/100 টাকা পর্যন্ত ও খরচ করছে । তাই ভেবে দেখলাম তাদের জন্য ট্রিক টা বের করি যাতে আর টাকা খরচ করতে না হয় । আবার অনেকেই আছে যারা এই ট্রিক টি জানে । যদি জানেন তাহলে খারাপ মন্তব্য করবেন না । আমার এই ট্রিক টি শুধু যারা জানে না তাদের জন্য ।

ফেসবুক নিরাপদে রাখার জন্য একটি ফিচার যোগ করেছে । একে বলা হয় Block link। এর ফলে ইউজার রা কোন লিঙ্ক শেয়ার করতে পারে না যদি তার লিঙ্ক ফেসবুক ব্লক করে দেয়। এই ব্লক link আর পোস্ট করা যায় না।
আনব্লক কিভাবে করবো ?
আমরা একটি মাত্র পদ্ধতি দিয়ে আনব্লক করবো এবং তা ফেসবুক সাপোর্ট টিম এ রিপোর্ট করে।
নিচের স্টেপ গুলো খুব মনযোগ সহকারে খেয়াল করুন !

১. প্রথমে আমাদের
এখানে ক্লিক করুন

এ যেতে হবে।

২. নিচে একটি বক্স দেখতে পারবেন।
এখন ফেসবুক কে এমন কিছু লিখতে হবে যাতে তারা বুঝে আপনার ওয়েবসাইট লিঙ্ক টি সম্পূর্ণ স্প্যাম বিরোধী।
আমি নিচে একটি ফিডব্যাক লিখে দিচ্ছি। আপনারা যদি না লিখতে পারেন তাহলে আমার লিখাটি কপি করে ঔখানে লিখে সাবমিট দিবেন।



ব্যাস এই লিখাটি বক্স এ পেস্ট করে সাবমিট দিয়ে অপেক্ষা করেন ।
দেরি লাগতে পারে অনেক বা 2/3 দিন এর মাথায় হয়েও যেতে পারে ।
ম্যাক্সিমাম সময় অনেক দেরি লাগে। অপেক্ষা করুন !
অপেক্ষার ফল সুমিষ্ট হয়।
সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ Abc24.GA এর সাথে থাকার জন্য ।

খোদা হাফেজ