আসসালামু আলাইকুম
আপনারা সকলে কেমন আছেন?
আশাকরি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।
মুল কাজের কথাই আসি।
আমরা অনেকের Website দেখি বিভিন্ন javascript + Css + HTML কোড দিয়ে ডিজাইন করা থাকে, এগুলা দেখে আমাদের অনেক এর ই ইচ্ছা হয় এই রকম ডিজাইন এর ওয়েবসাইট বানাতে বা ডিজাইন করতে।
অনেক এর ই ইচ্ছা হয়, ইস এই কোডগুলা যদি আমি কপি করে আমার ওয়েবসাইটে পেস্ট করতে পারতাম, অনেকেই ভাবেন যে এর সাইট এর কোডগুলা কপি করা সম্ভব না, কারোন এই কোড গুলা তার ওয়েবাসাইট এর html এ পেস্ট করা আছে, যেটা সুদু বাহির থেকে দেখা জাবে, কিন্তু সেই কোডগুলা text হিসেবে দেখা জাবে না।
অনেকে মনে করেন সেই ওয়েবসাইট এর কোড গুলা text আকারে কপি করা সম্ভব না।
তাই আমি আশিকুর যে কোনো ওয়েবসাইট এর কোড text আকারে View Source দিয়ে কপি করা সিখাবো ।
তো চলুন শুরু করি, কিভাবে যেকোনো ওয়েবসাইট এর কোড text আকারে source viewer দিয়ে কপি করবেন।
Source Viewer দিয়ে কপি করার জন্য আপনার প্রয়োজন Android ফোন এর Chrome Browser বা Opera Browser
তো চলুন সুরু করি
১. প্রথমে Chrome Browser ওপেন করুন
২. এবার যে ওয়েবসাইট এর কোড গুলা কপি করতে চান, সেই ওয়েব পেজ এর লিংকটা তে ঢুকুন।
এবং সেই লিংক এর পাসে লিখুন view-source:
Example :- ( view-source:http://abc24.ga)
View Source দিয়ে সেই লিংক এ ঢুকলে নিচের Screen Shot এর মতো সেই ওয়েব পেজ এর সকল কোড গুলা Text আকারা দেখাবে, এবং সেই সকল কোড গুলা আপনি কপি করে আপনার সাইটে পেস্ট করবেন, তাহলে দেখবেন সেম টু সেম সেই ডিজাইন আপনার ওয়েবসাইটে হয়ে গেছে।
এবার Opera দিয়ে যেভাবে source view দিয়ে কোড কপি করবেন।
এটা সম্পুর্ন অন্য ভাবে, Chrome Browser এর মত করে না।
★ প্রথমে Opera ওপেন করুন।
★ এবার যে ওয়েবসাইট এর কোড গুলা কপি করতে চান, সেই ওয়েব পেজ এর লিংকটা তে ঢুকুন।
★ এবার Address bar এর সেই লিংকটা গোটা কেটে দিয়ে লিখুন server:source
তাহলে দেখবেন সেই পেজ এর সকল কোড text আকারে সো করছে। সেখান থেকে আপনি সব কোট কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করতে পারবেন।
অথবা সরাসরি নিচে আপনার লিংক পেস্ট করে Code Source করুন ↓
» View Html Source Code
আজ এ প্রযন্তই।
কোন সমস্যা হলে কমেন্ট করতে পারেন।
ধন্যবাদ।
খোদা হাফেজ।