আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.pw সাইটে
Welcome To Abc24.GA
.Jan 1, 2018

চুলের জানা-অজানা রহস্য!

চুলের উপরে মুখের সৌন্দর্যের অর্ধেকটা নির্ভর করে। তাই চুলের যত্ন নেওয়াটা আমাদের অবশ্য কর্তব্য। তবে আমরা অনেকেই চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে অতিমাত্রায় উদাসীন। চুল নিয়ে খুব বেশি জ্ঞানও আমাদের নেই। জানেন কি পাখির পালক, পশুর শিং যে উপাদানে তৈরি সেই একই উপাদানে তৈরি আমাদের চুল। যাদের জীবন সুখী ও নিরাপদ তাদের চুলের বৃদ্ধি অনেক বেশি গতিতে হয়। তবে গড়ে প্রত্যেক মানুষের দিনে ১০০টি করে চুল পড়ে। জেনে নিন, চুল নিয়ে আরও নানা চাঞ্চল্যকর তথ্য-

- চুলের গোড়ার অংশ বাদে বাকিতে কোনও অংশের প্রাণ নেই। মাথার সঙ্গে লেগে থাকা অংশ বাড়লেই চুলের বৃদ্ধি হয়।

- গরম আবহাওয়ায় চুলের বৃদ্ধি বেশি ভালো হয়। কারণ গরম আবহাওয়াতে চুলের রক্ত সঞ্চালন ভালো হয়।

- ভিজে চুল টানলে আসল দৈর্ঘ্যের চেয়ে ২৭ শতাংশ বেশি বাড়তে পারে।

- যার চুল যত কালো, তাতে কার্বন তত বেশি থাকে।

- চুল আপনার সম্পর্কে সব তথ্য বলে দিতে পারে। ফরেনসিক পরীক্ষায় জানা যেতে পারে আপনার অভ্যাস, রক্তের গ্রুপ থেকে শুরু করে হাজারো তথ্য।

- যে মুহূর্তে আপনি একটি চুলকে গোড়া থেকে তুলে দেবেন, ঠিক তার পরমুহূর্তেই সেখান থেকেই নতুন চুলের বৃদ্ধি শুরু হয়।

- অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ও সালফারের মতো উপাদান দিয়ে চুল গঠিত।

- একই দৈর্ঘ্য-প্রস্থ ও ব্যাসার্ধের তামার তারের মতোই শক্তিশালী আমাদের চুল।

- প্রতিটি চুলের গড় আয়ু পাঁচ বছর। মাথায় অর্ধেকের বেশি চুল পড়ে গেলে তবেই টাক দেখতে পাওয়া যায়।