আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.pw সাইটে
Welcome To Abc24.GA
.Nov 26, 2017

বাজে স্বপ্ন দেখা থেকে মুক্তির উপায় কী?



নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : আমি রাতে যখন ঘুমাই, তখন স্বপ্নে ফল খাই। এমনকি অনেক আজেবাজে স্বপ্নও দেখি। এর থেকে মুক্তির উপায় কী?

উত্তর : আপনি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন। যদি সম্ভব হয়, দুই রাকাত নামাজ পড়ে ঘুমাতে পারেন। তবে ঘুমানোর আগে আপনি অজু করে ঘুমালে, আজেবাজে যে স্বপ্ন দেখছেন, সেটা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

দ্বিতীয় হচ্ছে, সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত (আয়াতুল কুরসি), ২৮৫ ও ২৮৬ নম্বর আয়াতগুলো পড়ে ঘুমানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহুতায়ালা আপনার এই অবস্থা চলে যাবে, দূর হবে।