আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.pw সাইটে
Welcome To Abc24.GA
.Nov 15, 2017

জেনে নিন বিভিন্ন বিষয়ের জনক ও তাদের নাম

আপনি সাধারন- জ্ঞান বিষয়ক পর্ব থেকে মোট একশত জনকের নাম ও বিষয় সম্পর্কে জানতে পারবেন । সকল চাকরি ও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীগণ এ সাধারণ জ্ঞান বিষয়ক পর্ব থেকে পরীক্ষায় যেসব প্রশ্ন আসে সেসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। যদি এ বিষয় সম্পর্কে সমক্য ধারণা থাকে। আসুন আমরা জেনে নেই- কে কোন বিষয়ের জনক ছিলেন।

বিভিন্ন বিষয়ের জনক ও তাদের নামঃ

০১) অর্থনীতির জনক কে ছিলেন?

উঃ- এডাম স্মিথ।

০২) আধুনিক অর্থনীতির জনক কে ছিলেন?

উঃ- পল স্যামুয়েলসন।

০৩) অপরাধ বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- ল্যামব্রাসো।

০৪) অলিম্পিকের জনক কে ছিলেন?

উঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে।

০৫) রাষ্ট্র বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- এরিস্টটল।

০৬) আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।

০৭) সমাজ বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- অগাস্ট কোঁৎ।

০৮) গণতন্ত্রের জনক কে ছিলেন?

উঃ- জন লক।

০৯) জীব বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- এরিস্টটল।

১০) প্রাণী বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- এরিস্টটল।

১১) রসায়ন শাস্ত্রের জনক কে ছিলেন?

উঃ- জাবের ইবনে হাইয়ান।

১২) আধুনিক রসায়নের জনক কে ছিলেন?

উঃ- জন ডাল্টন।

১৩) আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- ল্যাভয়সিয়ে।

১৪) পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- আইজ্যাক নিউটন।

১৫) আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- আলবার্ট আইনস্টাইন।

১৬) হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- লুকাপ্যাসিওলি।

১৭) চিকিৎসা বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- ইবনে সিনা।

১৮) মেডিসিনের জনক কে ছিলেন?

উঃ- হিপোক্রেটিস।

১৯) হোমিও শাস্ত্রের জনক কে ছিলেন?

উঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান।

২০) টেস্ট টিউব বেবির জনক কে ছিলেন?

উঃ- আর জে এডওয়ার্ড।

২১) দর্শনশাস্ত্রের আদি জনক কে ছিলেন?

উঃ- থেলিস।

২২) আধুনিক দর্শনশাস্ত্রের জনক কে ছিলেন?

উঃ- রেনে ডেকার্টেস।

২৩) দর্শন শাস্ত্রের জনক কে ছিলেন?

উঃ- সক্রেটিস ।

২৪) ইতিহাসের জনক ছিলেন?

উঃ- হেরোডোটাস।

২৫) ভূগোলের জনক কে ছিলেন?

উঃ- ইরাটস থেনিস।

২৬) বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- থ্যালিস।

২৭) আধুনিক বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- রজার বেকন।

২৮) গণিতের জনক কে ছিলেন?

উঃ- আর্কিমিডিস।

২৯) বীজ গণিতের জনক কে ছিলেন?

উঃ- আল –খাওয়ারেজমী।

৩০) জ্যামিতির জনক কে ছিলেন?

উঃ- ইউক্লিড।

৩১) ক্যালকুলাসের জনক কে ছিলেন?

উঃ- আইজ্যাক নিউটন।

৩২) জীবাণু বিদ্যার জনক কে ছিলেন?

উঃ- লুই পাস্তুর।

৩৩) বিবর্তনবাদ তত্ত্বের জনক কে ছিলেন?

উঃ- চার্লস ডারউইন।

৩৪) সামাজিক বিবর্তনবাদের জনক কে ছিলেন?

উঃ- হার্বাট স্পেন্সর।

৩৫) বংশগতি বিদ্যার জনক কে ছিলেন?

উঃ- গ্রেডার জোহান মেনডেল।

৩৬) শ্রেণীকরণ বিদ্যার জনক কে ছিলেন?

উঃ- কারোলাস লিনিয়াস।

৩৭) শরীর বিদ্যার জনক কে ছিলেন?

উঃ- উইলিয়াম হার্ভে।

৩৮) মনোবিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- উইলহেম উন্ড।

৩৯) আধুনিক শিক্ষার জনক কে ছিলেন?

উঃ- সক্রেটিস।

৪০) আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে ছিলেন?

উঃ- জর্জ বার্নার্ড শ।

৪১) ইংরেজী কবিতার জনক কে ছিলেন?

উঃ- জিওফ্রে চসার।

৪২) বাংলা গদ্য ছন্দের জনক কে ছিলেন?

উঃ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

৪৩) বাংলা ছোট গল্পের জনক কে ছিলেন?

উঃ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

৪৪) সনেটের জনক কে ছিলেন?

উঃ- পের্ত্রাক (ইতালি)।

৪৫) রুশ সনেটের জনক কে ছিলেন?
উঃ- আলেকজান্ডার পুশকিন।

৪৬) রুশ সাহিত্যের জনক কে ছিলেন?

উঃ- ম্যাক্সিম গোর্কি।

৪৭) বাংলা সনেটের জনক কে ছিলেন?

উঃ- মাইকেল মধুসুদন দত্ত।

৪৮) বাংলা কবিতায় সনেট (অমিত্রাক্ষর ছন্দের) জনক কে ছিলেন?

উঃ- মাইকেল মধুসুদন দত্ত।

৪৯) বাংলা কবিতার জনক কে ছিলেন?

উঃ- মাইকেল মধুসুদন দত্ত।

৫০) আধুনিক বাংলা কবিতার জনক কে ছিলেন?

উঃ- সৈয়দ আলী আহসান।

৫১) আধুনিক বাংলা নাটকের জনক কে ছিলেন?

উঃ- মাইকেল মধুসুদন দত্ত।

৫২) বাংলা চলচ্চিত্রের জনক কে ছিলেন?

উঃ- হীরালাল সেন।

৫৩) বাংলাদেশ চলচ্চিত্র এর জনক কে ছিলেন?

উঃ- আব্দুল জব্বার খান।

৫৪) বাংলা গদ্যের সাহিত্যের জনক কে ছিলেন?

উঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

৫৫) বাংলা উপন্যাসের জনক কে ছিলেন?

উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৫৬) বাংলা নাটকের জনক কে ছিলেন?

উঃ- দীন বন্ধু মিত্র।

৫৭) বাংলা মুক্ত ছন্দের জনক কে ছিলেন?

উঃ- কাজী নজরুল ইসলাম।

৫৮) বাংলা গজলের জনক কে ছিলেন?

উঃ- কাজী নজরুল ইসলাম।

৫৯) বাংলা টপ্পাগানের জনক কে ছিলেন?

উঃ- নিধু বাবু।

৬০) উপমহাদেশের সুরসংগীত কে ছিলেন?

উঃ- ওস্তাদ আলাউদ্দিন খান।

৬১) বাংলাদেশের সংবিধানের জনক কে ছিলেন?

উঃ- ডঃ কামাল হোসেন।

৬২) মুসলিম জাতির জনক কে ছিলেন?

উঃ- হযরত ইব্রাহীম (আ:)।

৬৩) মানব জাতির জনক কে ছিলেন?

উঃ- হযরত আদম (আঃ)।

৬৪) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে ছিলেন?

উঃ- ফ্রেডরিক উইনসল টেইলর।

৬৫) ব্যবস্থাপনার জনক কে ছিলেন?

উঃ- হেনরী ফেওল।

৬৬) প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে ছিলেন?

উঃ- হেনরী ফেওল।

৬৭) আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে ছিলেন?

উঃ- ম্যাক্স ওয়েবার।

৬৮) মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে ছিলেন?

উঃ- জর্জ এলটন ম্যায়ো।

৬৯) গতি বিদ্যার জনক কে ছিলেন?

উঃ- গ্যালিলিও।

৭০) তেজস্ক্রিয়তার জনক কে ছিলেন?

উঃ- হেনরি বেকরেল।

৭১) পারমানবিক বোমার জনক কে ছিলেন?

উঃ- ওপেন হাইমার।

৭২) হাইড্রোজেন বোমার জনক কে ছিলেন?

উঃ- অ্যাডওয়ার্ড টেলর।

৭৩) কম্পিউটারের জনক কে ছিলেন?

উঃ- চার্লস ব্যাবেজ।

৭৪) আধুনিক ল্যাপটপের জনক কে ছিলেন?

উঃ- বাল মেগারিজ।

৭৫) ই-মেইল এর জনক কে ছিলেন?

উঃ- রে টমলিনসন।

৭৬) লেজার এর জনক কে ছিলেন?

উঃ- মেইম্যান।

৭৭) www বা world wide web এর জনক কে ছিলেন?

উঃ- টিম বার্ণাস লি।

৭৮) মাইক্রোসফটের জনক কে ছিলেন?

উঃ- বিল গেটস।

৭৯) মোবাইল ফোনের জনক কে ছিলেন?

উঃ- মার্টিন কুপার।

৮০) ইন্টারনেটের জনক কে ছিলেন?

উঃ- ভিন্টন গ্রে কার্ফ।

৮১) গুগলের জনক কে ছিলেন?

উঃ- সার্জেই বিন।

৮২) ফেসবুকের জনক কে ছিলেন?

উঃ- মার্ক জুকারবার্গ।

৮৩) টুইটারের জনক কে ছিলেন?

উঃ- জ্যাক ডোরসেই।

৮৪) সমাজ বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- অগাস্ট কোৎ।

৮৫) সমাজ কর্মের জনক কে ছিলেন?

উঃ- জন অ্যাডামস।

৮৬) কমিউনিজমের জনক কে ছিলেন?

উঃ- কার্ল মার্কস।

৮৭) ফ্যাসিজমের জনক কে ছিলেন?

উঃ- মুসোলীনি।

৮৮) পরিসংখ্যানের জনক কে ছিলেন?

উঃ- রোনাল্ড আলমার ফিশার।

৮৯) ATM-এর জনক কে ছিলেন?

উঃ- জন শেফার্ড ব্যারন।

৯০) এনাটমির জনক কে ছিলেন?

উঃ- আঁদ্রে ভেসালিয়াস।

৯১) ফিনান্সের জনক কে ছিলেন?

উঃ- এ্যারোরা।

৯২) হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন?

উঃ- লুকা প্যাসিওলি।

৯৩) ব্যাংকিং এর জনক কে ছিলেন?

উঃ- আলেকজেন্ডার হ্যামিলটন।

৯৪) মার্কেটিং এর জনক কে ছিলেন?

উঃ- ফিলিপ কোটলার।

৯৫) ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে ছিলেন?

উঃ- হেনরী ফাওল।

৯৬) রেডিও বা বেতারের জনক কে ছিলেন?

উঃ- মার্কনী।

৯৭) বাই সাইকেলের জনক কে ছিলেন?

উঃ- কার্ল ভ্যান ড্রেইস।

৯৮) আমেরিকার জনক কে ছিলেন?

উঃ- জর্জ ওয়াশিংটন।

৯৯) বাংলাদেশের জনক কে ছিলেন?

উঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১০০) আধুনিক জ্যোতির্বিদ্যার জনক কে ছিলেন?

উঃ- নিকোলাস কোপার্নিকাস।

(বি:দ্র: জানার ক্ষেত্রে- অধ্যায়ণের বিকল্প নেই, যে যতো বেশি অধ্যায়ণ করবে, সে ততো বেশি জানবে)

“ধন্যবাদ”