
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করিভাল আছেন।
আজ আমি আপনাদের সামনে একটি দরকারি টিপস নিয়ে হাজির হয়েছি, অার তা হলো, কিভাবে নাম্বার ছাড়া Imo facebook whatsapp etc অ্যাকাউন্ট খুলবেন।
নাম্বার ছাড়া বলতে নিজের নাম্বার ছাড়া, আমরা সফটওয়্যারের মাধ্যমে একটি ফ্রি নাম্বার নিবো তারপর ঐ নাম্বার দ্বারা imo facebook whatsapp ইত্যাদি অ্যাকাউন্ট খুলবো।
তো চলুন কাজ ঝাপিয়ে পড়ি।
প্রথমে Groove ip সফটওয়্যার টি ডাউনলোড করেন নিন।
ডাউনলোড লিংক।
Groove ip
ডাউনলোড হওয়ার পর সফটওয়্যার টি ইনস্টল দিবেন।
ইন্স্টল শেষ হলে সফটওয়্যার টি অপেন করুন।
এরকম একটি পেজ আসবে, Get Started এ ক্লিক করুন।
Get Started ক্লিক করলে একটি ফরম আসবে, নিচের ছবির মত।
সব লেখা শেষ হলে Sign Up এ ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার নোটিফিকেশন বারে একটি ভেরিফাই কোড আসবে, কোডটি Enter Verification Code এ বসাবেন।
পরে দেখবেন আরেকটি নতুন Window অপেনহয়েছে।
আপনি No Preference ঠিক চিন্হ দিয়ে Show Phone Number এ ক্লিক করবেন।তার পরে দেখবেন অনেক গুলো নাম্বার আসছে,আপনি যেকোনো নাম্বার আপনার জন্য নিতে পারেন
আপনি যেকেনো একটি নাম্বার সিলেক্ট করে দিবেন।পরে দেখবেন ঐ নাম্বার আপনার হয়ে গেছে।
এখন আপনি এই নাম্বারটির দ্বারাতে imo facebook whatsapp etc খুলতে পারবেন।
তো আমি imo খুলে দেখাচ্ছি।
প্রথমে imo তে প্রবেশ করুন তারপর কান্ট্রি canada or USA দিতে পারেন। তার পর continue তে ক্লিক করুন, ক্লিক করার পর আপনার নোটিফিকেশনে Imo verification code দেখতে পাবেন।
আপনি কোড টা imo তে লিখে imo খুলে ফেলুন। দেখুন আমি যে imo খুলেছি।
তো এভাবেই আপনি এই নাম্বারটির দ্বারাতে fb what’s apps line ইত্যাদি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
বিঃদ্রঃ আমি জানি অনেকেই এই পদ্ধতিটা জানেন তারপরও দিলাম যারা জানেন তাদের জন্য।
অতএব কেউ বাজে কমেন্ট করবেন না।
এর পর ও যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে তাদের জন্য কমেন্ট বক্স রেডি।