আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.pw সাইটে
Welcome To Abc24.GA
.Apr 28, 2017

যারা পোষ্ট করেন তাদের জন্য একটা জরুরি তম এপ




আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।আপনাদের
জন্য সুন্দর একটা অ্যাপ নিয়ে হাজির
হলাম।অ্যাপ টা আমার কাছে অনেক ভালো
লাগলো তাই শেয়ার করলাম।তো কথা না
বাড়িয়ে অ্যাপ সম্পর্কে জানা যাক।

অ্যাপ এর বিবরণ

*আপনি এই অ্যাপ এর মাধ্যমে নিজের ফটো
তুলে সাথে সাথে এডিট করতে পারবেন।
*এই অ্যাপ এর মাধ্যমে Draw করতে পারবেন।
*এই অ্যাপ এর মাধ্যমে web Browning করতে
পারবেন।web page এডিট করতে পারবেন।

আবার web Browning এর সাথে সাথে web এর
screenshort নিতে পারবেন যে কোনো
মাপে।
*আপনি আপনার তোলা ফটো থেকে
যেকোনো ফটো এডিট করতে পারবেন।

*সব শেষে আপনারা যারা পোষ্ট করেন।
তাদের অনেক কাজে লাগবে।যেমন:-
আন্ডারলাইন করা,তীর চ্নিন ব্যবহার করা,
গোল ঘর করা ইত্যাদি।
*আমি হয় তো আপনাদের ভালো ভাবে
বুঝাতে পারি নি।কিন্তু আপনারা অ্যাপ
টা ব্যবহার করে দেখবেন অনেক ভালো
লাগবে।

যেভাবে কাজ করবেন।

কিভাবে কাজ করা লাগবে আপনারা
অ্যাপ অপেন করলেই বুঝবেন।এটা অনেক
সহজ কাজ।
নিচের লিংক থেকে এপটি ডাউনলোড করে নিন

Download