
প্রথমে কম্পিউটার বা আপনার এন্ড্রোয়োড ফোন থেকে Youtube.Com এ জান, তারপর যে ভিডিওটি ডাইনলোড করতে চান সে ভিডিও এর নামের লিংক এর উপর মাউস এর ডান বাটন এ ক্লিক করে copy link addres এ ক্লিক করুন, তারপর সেই লিংকটি KeepVid.com এখানে খালি বক্সে পেস্ট করেদিন, এবার Dawnload বাটনটিতে ক্লিক করলেই একটি লিংক দেখা যাবে যেটি দিয়ে আপনি ভিডিওটি .flv ফরম্যাটে বা কোন কোন ক্ষেত্রে .mp4 বা .aiv(HD) ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। এটি ব্যবহার করে আপনি এধরনের আরও অনেক ওয়েবসাইট যেমন Metacafe থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
অথবা খুব সহজ পদ্ধদিতে যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সে ভিডিও এর লিংক এর বাম পাসে ss লিখুন, তারপর ইন্টার চাপুন। এখানে আপনি আপনার পছন্দের কোয়ালিটি অনুযাই ভিডিও সিলেক্ট করুন, তাহলে অটোমেটিক ডাউনলোড হতেথাকবে।
উদাহরন সরুপ → এটা ওরজিনাল লিংক https://www.youtube.com/watch?v=re-y6bJ-Mqo
এই লিংক এর বাম পাসে ss লিখুন, যেমন:- https://www.ssyoutube.com/watch?v=re-y6bJ-Mqo
অথবা খুব সহজেই, কোন রকম ঝামেলা ছাড়াই youtube এর ভিডিও ডাউনলোড করার জন্য ভিজিট করুন Load24.GA এবং এখানে ঢুকে আপনার যেই ভিডিও টা প্রয়োজন, সুদু ভিডিও টার নাম লিখে সার্চ করেন। তারপর সার্চ রেজাল্টে দেখবেন আপনার সেই ভিডিও চলে এসেছে। সেই ভিডিও টাতে ক্লিক করলেই আপনি নিচে ডাউনলোড অপসন দেখতে পাবেন, এবং সেটাতে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হতে লাগবে।






