
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আজ আমি আপনাদেরকে একটি খুবি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো।
এখন যে সব নতুন এন্ড্রোয়েড ফোন বের হছে, সেই সকল ফোনেই, বিশেষ করে সিমফনি এর v49 মডেল টাই এই সমস্যা হছে, ডাটা কানেকশন চালু করলেই অটোমেটিক ভাইরাস এপ ইন্সটল হয়ে জাছে, যেমন এপ্স গুলা হলো (Airplane, News, Subway, আরো অন্যান্য গেম) এগুলা অটোমেটিক ইন্সটল হয়ে ফোনের বারটা বাজিয়ে দিচ্ছে, ফোন সাথে সাথে হ্যাং হয়ে জাছে এবং ফোনের মেগাবাইট সব সেস করে দিছে।
আমার সাথেই এই রকম একি অবস্থা হয়েছে, আমার ফোন symphony v49, তো আমি এই সমস্যাটি হবার জন্য অনেক টেনসনে ছিলাম, জারা এন্ড্রোয়েড মাস্টার তাদেরকে বললাম যে ভাই সমস্যার সমাধান কি? তারা কেউ ই বলতে পারলো না, কেউ কেউ বলছে যে ফোনে সফ্টওয়ার দিতে হবে, তো আমি তাই করলাম, ফোনে সফ্টওয়ার দেবার জন্য সিমফনি কাস্টমার কেয়ারে গেলাম, তারা সফ্টওয়ার দিয়ে দিলো, তো কিছুক্ষণ পর তা চেক করে দেখলাম যে ফোন যে করার সেই ই আছে। তখন কাস্টমার ম্যানেজার বলছে - সার তাহলে আমাদের কাছে ফোন রেখে যেতে হবে, আমরা হার্ডওয়ার চেক করে আপনাকে ফোন ঠিক করে দিবো। আমি তাদের কাছে ফোন রাখতে চাইলাম না, আমার মনে হলো না যে তারা আমার ফোনের সমাধান করে দিতে পারবে। ভয় করলাম যে তারা যদি আমার ফোনের অবস্থা আরো খারাপ করে দেয়। আমি আমার ফোন নিয়ে চলে আসলাম ওখান থেকে।
তো অনেক খাটা খাটনি করার পর একটা সমাধান মিললো আমার কাছে।
তো চলুন কাজ শুরু করি,
নিচের লিংক থেকে এপ টি ডাউনলোড করেনিন
↓↓↓
Download Now Firewall
এবং এপটি ডাউনলোড করে ইন্সটল করুন।
তারপর এপ্সটি ওপেন করুন।
তারপর Screenshot দেখুন।
এখন আপনি আপনার ডাটা কানেকশন চালু করে নিশ্চিন্তাই ইন্টারনেট ব্যাবহার করুন, তারপর দেখুন সেই ভাইরাস এপ + গেম গুলা জিবনেউ অটো ইন্সটল হবে না।
তো আজ এই পর্যন্তই,
ধন্যবাদ,
খোদা হাফেজ।
এই পোস্টের দারা আপনি কোন উপকৃত হলে দয়ে করে নিচের ছবিটাই একবার ক্লিক করুন প্লিজ??
↓↓↓