আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.Top সাইটে
Welcome
.Mar 12, 2017

ডাক্তার এখন মোবাইল ফোনেই!



দেশের সর্বস্তরের জনসাধারণ বিশেষত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত গর্ভবতী মা এবং নবজাতককে জরুরি স্বাস্থ্যসেবা এবং মাতৃসেবা পৌঁছানোর জন্য একটি অনন্য স্বাস্থ্য সেবার হেল্পলাইন—আপনজন!

মোবাইল অ্যালায়েন্স ফর ম্যাটার্নাল অ্যাকশন-(MAMA) পরিচালিত নিরবিচ্ছিন্ন সেবাদানকারী এই হেল্পলাইনে কল করে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে দেশের যে প্রান্তেই থাকুন, দিন-রাত ২৪ ঘন্টা ফোনে ডাক্তারের পরামর্শ পেতে কল করতে পারেন ১৬২২৭ নম্বরে।

এই স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সন্তানসম্ভবা মায়ের যত্ন, প্রসূতির সেবা, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, মায়ের বুকের দুধের কার্যকরী প্রয়োগ, গর্ভকালীন সময়ে মায়ের জন্য পুষ্টিকর খাবারের তালিকা, প্রসবকালীন জটিলতায় পরামর্শ, শিশুর রোগ প্রতিরোধে ব্যবস্থা ইত্যাদি নানা বিষয় সম্পর্কে সার্বক্ষণিক সহায়তা পাওয়া যাবে, স্রেফ একটা মোবাইল কলেই!

ফোনের পাশাপাশি অনলাইনে ওয়েব থেকে সরাসরি স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। সেজন্য যোগাযোগ করতে হবে আপনজনের অনলাইন ঠিকানায়। ওয়েবসাইটের লিংকটি হলঃ www.aponjon.com

যে কোনও স্বাস্থ্য সমস্যায় ফোন তুলে ডায়াল করতে পারেন ১৬২২৭ নম্বরে। আপনজনের ডাক্তার দিন-রাত ২৪ ঘন্টা যেকোনও সময় আপনাদের সেবায় নিয়োজিত!