
অনেক ব্যথা লুকিয়ে থাকে এই কথায়.....
"ঠিক আছে,, its ok"
২)অনেক চাওয়া
লুকিয়ে থাকে এই কথায়... "থাক
লাগবে না"....।
৩)অনেক আবেদন
লুকিয়ে থাকে এই কথায় .... "তোমার
ইচ্ছা"....।
৪)অনেক জানা লুকিয়ে
থাকে এই কথায়.... "আমি কিছু জানি
না"...।
৫)অনেক সাহায্য প্রার্থনা
লুকিয়ে থাকে এই কথায়... "আমার ক্ষতি
হোক,,তাতে তোমার কি.....?"
৬)অনেক
ভালোবাসা লুকিয়ে থাকে এই
কথায়........ "আমি তোমার কে.....?"
৭)অনেক স্নেহ লুকিয়ে থাকে এই
কথায়...... "তুই ঘর থেকে এক্ষুনি বের হয়ে
যা"...।
৮)অনেক অভিমান লুকিয়ে
থাকে এই কথায়..... "আমি কিছু মনে করি
নি....।"
৯)অনেক বাঁধা প্রদান লুকিয়ে
থাকে এই কথায়..... "তোর যা মন চায়,, কর
গে...।"
১০)অনেক সাহায্য প্রদান
লুকিয়ে থাকে এই কথায় .... "আমাকে
কিছু বলতে আসবি না.....।" ,,,,,,






