আমাদের সাইটের সকল কার্যক্রম এখন Arbd.Top সাইটে
Welcome
.Feb 16, 2016

কিছু উপদেস Advice



চোখে বালি পড়লে কেউ চোখকে নষ্ট
করে না। পানি দিয়ে চোখকে
পরিষ্কার করে সামনে এগুয়। এটাই
বাস্তবতা।
-
বৃষ্টির ঝাপটা যেদিকে অাপনি
ছাতাটাকে ঐ দিকেই ধরবেন। কেউ
অাপনাকে তা বলে দিতে হবে না।
এটাই বাস্তবতা।
-
প্রেমিকা তার প্রেমিককে ছেড়ে
চলে গেছে। কিছুটা সময় খুব কষ্ট হবে।
মাঝে মাঝে খুব খারাপ লাগবে কিন্তু
জীবন থেমে থাকবে না। এটাই
বাস্তবতা।
-
পথ চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে
যাওয়ার পর কেউ থেমে থাকে না।
উঠে দাড়িয়ে অাবার পথ চলা শুরু করে।
এটাই বাস্তবতা।
-
অাপনজনকে হারিয়ে ফেলার পর কেউ
তার জন্য সারাজীবন কাঁদে না। কারন,
কাঁদার জন্য ভাবনা দরকার। ভাবনার
জন্য সময় দরকার। সেই সময়টুকু তখন হয়ে
উঠেনা। এটাই বাস্তবতা।
-
বারবার ব্যর্থ হবার পরেও কেউ চুপটি
করে বসে থাকে না। সফলতা পাওয়ার
অাসায় অাবার চেষ্টা করে এবং
সফলতা নিয়েই ফিরে। এটাই বাস্তবতা।
-
পাগলা, বাস্তবতা নিয়েই তো চলতে
হবে। তাহলে কেন তুমি এখনো অাবেগ
নিয়ে থেমে অাছো। উঠে দাড়াও।
দেখিয়ে দাও তোমার দ্বারাও সম্ভব
বাস্তবতাকে মেনে নিয়ে সামনে
পথচলতে।